Sunday, January 5, 2025
Google search engine
HomeUncategorizedবাতজ্বর (Rheumatic fever) কাকে বলে? বাতজ্বরের কারণ, লক্ষণ এবং বাতজ্বর নির্ণয় পরীক্ষা...

বাতজ্বর (Rheumatic fever) কাকে বলে? বাতজ্বরের কারণ, লক্ষণ এবং বাতজ্বর নির্ণয় পরীক্ষা পদ্ধতি।

বাত জ্বর একটি তীব্র রোগ প্রতিরোধীয় যোজক কলার বিভিন্ন তন্ত্রের প্রদাহ জনিত রোগ যা গ্রুপ- এ বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস জীবাণু দ্বারা হয়ে থাকে।
বাত জ্বরের কারণ:
১) প্রকৃত কারণ অজানা।
২) বয়স ৫-১৫ বছর।
৩) আখলাত বিকৃতির কারণে।
৪) ঠান্ডা পরিবেশ।
৫) স্যাঁৎ স্যাঁৎ পরিবেশ।
৬) অধিক জনবহুল বসতি।
৭) অস্বাস্থ্যকর পরিবেশ।
৮) দারিদ্র আর্থ-সামাজিক অবস্থা।
৯) শ্বসন তন্ত্রের উপরের অংশে- এ বিটা হেমুলাইটিকাস স্ট্রেপ্টোকক্কাস জীবাণুর আক্রমণ।
সাধারণত ০-১৫ বছর বয়সী ছেলেমেয়েদের মধ্যে দেখা যায়। তবে প্রাপ্ত বয়স্কদের মধ্যে মাত্র ২০% রোগীদের মাঝে এই রোগটির প্রথম আক্রমণ পরিলক্ষিত হয়।
বাতজ্বর নির্ণয়ের পদ্ধতি: Jones criteria এর পরিমার্জিত বাতজ্বর নির্ণয়ের পদ্ধতি অনুযায়ী বাতজ্বর নির্ণয় হবে যখন- কমপক্ষে দুটি Major criteria অথবা একটি Major criteria র সাথে দুটি Minor criteria উপস্থিত থাকবে এবং এর সাথে অবশ্যই ট্রেপ্টোকক্কাল ইনফেকশনের লক্ষণ থাকতে হবে।
বাত জ্বরের লক্ষণ:
Major Criteria: নিম্নে দেওয়া হলঃ-
১) পলি আর্থ্রাইটিস (Polyarthritis).
২) হৃৎপিন্ডের প্রদাহ (Carditis).
৩) অন্তঃত্বকীয় নিডিউল (Subcutaneous nodules).
৪) ত্বকের উপরিভাগে লাল দানাদার দাগ (Erythema marginatum).
৫) সিডেনহামস করিয়া (Sydenham’s chorea).
Minor criteria: নিম্নে দেওয়া হল:-
১) জ্বর থাকবে যা ১০১-১০২°F পর্যন্ত থাকবে।
২) অস্থিসন্ধির ব্যাথা বা আর্থলজিয়া (Arthralgia)।
৩) রক্তের পরীক্ষায় ESR বেড়ে যাবে।
৪) ই.সি.জি (ECG) পরীক্ষায় হার্ট ব্লক (heart block) দেখা যাবে। যেমন- PR এ ক্ষেত্রে interval টি দীর্ঘ দেখাবে।
৫) First degree AV Block পাওয়া যেতে পারে।

H. Dr. Mahbub
H. Dr. Mahbubhttps://mdmahbubulislam.com
Hey, I'm H. Dr. Md Mahbubul Islam. Health Counselor Of Food, Nutrition, Health Supplements & Physio Medicine Of Naturopathy.
RELATED ARTICLES

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments